• dtmquranacademy@gmail.com
  • +88 01915 054 987






শাইখ ড. মুহাম্মাদ বযলুর রহমান


cwiPvj‡Ki K_v

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ مَنْ يَّهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُّضْلِلْ فَلَا هَادِىَ لَهُ

وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ أَمَّا بَعْدُ.

আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার জন্য, যিনি চূড়ান্ত সংবিধান ‘আল-কুরআন’-কে বিশ্ব মানবতার মুক্তির জন্য অবতীর্ণ করেছেন। যেখানে রয়েছে মানব জীবনের সকল সমস্যার পূর্ণাঙ্গ সমাধান। আরো শুকরিয়া আদায় করছি এজন্য যে, যিনি মুসলিম হিসেবে এর পঠন, পাঠন, অনুধাবন ও অনুশীলনের পথকে আমাদের জন্য সুগম করেছেন। ফালিল্লাহিল হামদ। অতঃপর ছালাত, সালাম ও রহমত বর্ষিত হোক রহমাতাল্লিল আলামীন, খাতামুন্নাবিয়্যীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর, যার উপর আল্লাহ তা‘আলা সত্যের চূড়ান্ত মানদণ্ড পবিত্র ‘আল-কুরআন’-কে অবতীর্ণ করেছেন। যিনি ছিলেন আল-কুরআনের বাস্তব রূপকার। সাথে সাথে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবীগণ, তার পরিবারবর্গ এবং যুগের পরম্পরায় যারাই তাদের অনুসরণ করেন সকলের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত বর্ষিত হোক। আল্লাহুম্মা আমীন।

সম্মানিত সুধী! অলৌকিক মাহাত্ম্য ও বিশ্বব্যাপী যুগান্তকারী প্রভাব আল-কুরআন এক বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত আসমানী কিতাব। তাই মানব জীবন পরিচালনার অপরিবর্তনীয় ও চিরস্থায়ী দিকনির্দেশনা, বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যের উৎসধারা, আধুনিক সভ্যতা বিনির্মাণের কারিগর আল-কুরআন সম্পর্কে পূর্ণ শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর অপরিহার্য। অত্যাধুনিক যুগে বৈষয়িক উন্নয়ন-অগ্রগতি আকাশচুম্বি হলেও নীতি-নৈতিকতা ও দ্বীন-ধর্ম পালনের ব্যাপারে মানুষ আজ অনেক দূরে অবস্থান করছে। ক্রমান্বয়ে বস্তুবাদে আকণ্ঠ নিমজ্জিত। এজন্য অন্যান্য কারণের মধ্যে কুরআনবিমুখতা অন্যতম। মানুষ কুরআন পড়ে না, তেলাওয়াত করে না, এর শিক্ষা অনুশীলন ও অনুধাবনের চেষ্টাও করে না। একটা ভয় কাজ করে যে, আমি জেনারেল মানুষ আরবী বুঝি না, কুরআন কিভাবে পড়ব! অর্থ বুঝা ও তদনুযায়ী বাস্তবায়ন, অনুশীলন ও অনুধাবন তো সুদূরপরাহত। অথচ অধ্যয়ন, আত্মস্থ ও অনুধাবন করার ক্ষেত্রে কুরআনই শ্রেষ্ঠ কিতাব। কেননা  আল্লাহ তা‘আলা কুরআনের ব্যাপারে নিজেই বলেছেন যে,

وَ لَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ  لِلذِّکۡرِ  فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ

‘কুরআনকে আমরা সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? (সূরা আল-ক্বামার: ৫৪/১৭)।’ মুসলিমদের কুরআন অধ্যয়ন ও তা সম্ভবপর মুখস্থ করার ক্ষেত্রে এ আয়াতই সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই কুরআনের শিক্ষাকে সাধারণ মুসলিমদের নিকটবর্তীকরণ ও শিক্ষাদানের অভিপ্রায়ে ‘ড্রিম টু মেমোরাইজ কুরআন একাডেমী’ নামে আমরা অনলাইন ভিত্তিক হিফজ কোর্স/প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে দেশে ও প্রবাসের মুসলিমদের জন্য আমাদের প্রধান ফোকাস হলো:

১. আপনি সঠিকভাবে কুরআন পড়তে শিখুন।

২. আপনি বেশি করে কুরআন তেলাওয়াত করুন ও শ্রবণ করুন।

৩. আপনি সম্পূর্ণ কিংবা কিয়দাংশ কুরআন মুখস্থ করুন।

৪. আপনি কুরআনের অর্থ ও ব্যাখ্যা বুঝতে শিখুন।

৪. আপনি কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে দৃঢ়ভাবে প্রত্যয় গ্রহণ করুন।

৫. আপনি কুরআনের শিক্ষাকে সর্বত্র ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা করুন।

সুপ্রিয় দ্বীনি ভাই ও বোন! শয়তান প্রতিনিয়ত আপনাকে আল্লাহর কিতাব থেকে দূরে সরিয়ে রাখার সর্বাত্মক প্রচেষ্টা করছে। রক্তের প্রতিটি কনায় কনায় শয়তান অনুপ্রবেশ করে বিভিন্ন যুক্তি ও কৌশলে আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে। আল্লাহ ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আনুগত্য থেকে বিরত থাকার সকল পথকে উন্মুক্ত করছে। এমতাবস্থায় আখিরাতের চিরস্থায়ী প্রশান্তির জন্য শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করুন। শয়তানের ফাঁদের বিরুদ্ধে রীতিমত সংগ্রাম করুন। কেননা শয়তানের তাবেদারী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। এর জন্য প্রয়োজন আল্লাহর কিতাবের পূর্ণাঙ্গ অনুসরণ ও আনুগত্য। মনে রাখতে হবে, আল্লাহর কিতাবের সঙ্গী হওয়া কঠিন হওয়া সত্ত্বেও উপদেশ গ্রহণকারীদের জন্য এ কিতাবকে অনেক সহজ করা হয়েছে। সুতরাং শয়তানের কুমন্ত্রণাকে উপেক্ষা করুন এবং কুরআন নিয়ে আমাদের যাত্রায় শামিল হোন। কেননা, কুরআনের সাথে যাত্রা এমন একটি ব্যবসা, যার কোন ক্ষতি নেই এবং সে কখন ধ্বংসও হবে না। আল্লাহ তা‘আলা বলেন,

اِنَّ الَّذِیۡنَ یَتۡلُوۡنَ  کِتٰبَ اللّٰہِ  وَ اَقَامُوا الصَّلٰوۃَ  وَ اَنۡفَقُوۡا مِمَّا رَزَقۡنٰہُمۡ سِرًّا وَّ عَلَانِیَۃً  یَّرۡجُوۡنَ  تِجَارَۃً  لَّنۡ تَبُوۡرَ- لِیُوَفِّیَہُمۡ  اُجُوۡرَہُمۡ وَ یَزِیۡدَہُمۡ مِّنۡ فَضۡلِہٖ ؕ  اِنَّہٗ  غَفُوۡرٌ  شَکُوۡرٌ .

‘যারা আল্লাহর কিতাব পাঠ করে, ছালাত কায়েম করে, আমরা তাদেরকে যে রিযিক দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে তাদের এমন ব্যবসায়ের, যার ক্ষয় নেই। এ জন্য যে, আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরো বেশি দিবেন। তিনি তো ক্ষমাশীল ও গুণগ্রাহী (সূরা আল-ফাতির: ৩৫/২৯-৩০)।’

কুরআনের শিক্ষাকে আপনার জন্য সবচেয়ে সহজবোধ্য করে উপস্থাপন করতে সর্বাত্মক প্রচেষ্টায় করব। এক্ষেত্রে আপনাকে সর্বাত্মক সহায়তা প্রদান করতে আমাদের যোগ্য শিক্ষকমণ্ডলী রয়েছেন। এমনকি আমাদের সাথে এমনও লোক আছেন, যারা আল্লাহর রহমতে ৪৫ বছর বয়সে কুরআন মুখস্থ করেন। ফালিল্লহিল হামদ।  অতএব সকল বয়সের মানুষকে আমরা কুরআন শিক্ষার এ যাথাপথে শামিল হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। প্রত্যেক মুসলিমকে বাড়ীতে বসে কুরআন শিক্ষার এ সুর্বণ সুযোগকে যথাযথভাবে কাজে লাগানোর তাওফীক্ব দান করুন।

পরিশেষ বলতে চাই যে, কুরআন শিখন ও প্রশিক্ষণের এ কার্যক্রম শৃঙ্খলার সাথে বাস্তবায়নে পরিপূর্ণরূপে আমরা আল্লাহর তা‘আলার উপর ভরসা করছি। অন্তরকে থেকে দু‘আ করছি, তিনি যেন আমাদের এ মহৎ উদ্যোগকে নিয়মিতভাবে বাস্তবায়ন করার কাজকে সহজভাবে কবুল করেন। অনুষ্ঠান পরিচালনায় আমরা আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। অনলাইন কুরআনের হেফজের এ প্লাটফরম প্রোগ্রামের সমস্ত সমন্বয়কারী এবং অংশগ্রহণকারীদের উত্তম পারিতোষিক জান্নাতুল ফেরদাউস লাভের দু‘আ করছি। আমাদের এ প্রচেষ্টা বিশ্বজগতের খালিক্ব তথা স্রষ্টা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আখিরাতে মুক্তি লাভ করা। আল্লাহ তা‘আলা ‘ড্রিম টু মেমোরাইজ কুরআন একাডেমী’র প্রতিষ্ঠাতার সকল খায়ের কাজকে কবুল করুন এবং দুনিয়া ও আখিাতে উত্তম বিনিময় দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন!! 

সুধী! আমরা যদি কুরআনের হক্ব আদায় করে কুরআনকে উপযুক্ত মূল্যায়ন করতে পারি, তাহলে আল্লাহ তা‘আলা আমাদের ইহকাল এবং পরকাল উভয় জীবনে কল্যাণে পূর্ণ করবেন ইনশাআল্লাহ। অতএব কুরআন মুখস্থ করুন, বুঝুন, এটি নিয়ে চিন্তা করার চেষ্টা করুন এবং অবশেষে এটির উপর আমল করুন। খেয়াল রাখতে হবে যে, আমাদের জীবন প্রক্রিয়ায় সবাই একই সুবিধা অর্জন করতে সক্ষম হবে এমনটি সঠিক নয়, বরং ইচ্ছা শক্তি, কর্তব্যনিষ্ঠা, পরিশ্রম ও আল্লাহর রহমত ব্যতীত পরিপূর্ণ কল্যাণ লাভ করা সম্ভব নয়। কেননা, আল-বাছীর তথা সবই তিনি অবলোকন করে থাকেন। পরিশেষে, আমরা আপনাকে কুরআনের এই মহৎ প্রচেষ্টার অংশ হওয়ার জন্য অনুরোধ করছি নিম্নলিখিত যে কোনো উপায়ে:

১. আপনার প্রয়োজনীয় যোগ্যতা থাকলে একজন শিক্ষক হোন।

২. একজন ছাত্র হোন (আপনি বা আপনার পরিবারের সদস্যরা)।

৩. আল্লাহর সন্তুষ্টির জন্য আর্থিক সাহায্যকারী হোন।

৪. অন্যদের সাথে এই মহৎ প্রচেষ্টা শেয়ার করুন এবং তাদের এটির অংশ হতে উৎসাহিত করুন। তা যে কোন উপায়ে তারা পারে।

৫. কুরআন মেমোরাইজ ও কুরআনিক এ্যারাবিকের এ মহৎ প্রকল্পের উত্তোরত্তর বৃদ্ধি ও কল্যাণ কামনা করুন ও উক্ত কার্যক্রমের ধারাবাহিকতা স্থায়ীভাবে কবুলের জন্য আল্লাহর কাছে ইখলাছের সাথে দু‘আ করুন।


জাযাকুমুল্লাহু খাইরান Dr. Muhammad Bozlur Rahman    Dr. Muhammad Bozlur Rahman

শাইখ ড. মুহাম্মাদ বযলুর রহমান

2024 © All Rights Reserved || DTMQA || Designed and Developed by Sky Dream IT Terms & Condition Cookies Help FAQs